তারকেশ্বর: তারকেশ্বরে তৃণমূলেরই পথ অবরোধ—বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চরম উত্তেজনা
বুধবার দুপুর দুটো নাগাদ তৃণমূলেরই একাংশ কর্মীর প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল তারকেশ্বরের পিয়াসাড়া এলাকা। স্থানীয় তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এদিন সকাল থেকে রাস্তা অবরোধে সামিল হন দলেরই কিছু কর্মী-সমর্থক। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলছে, অথচ কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।