শীতলকুচি: শীতলকুচি হাসপাতাল পাড়া এলাকায় পথ দুর্ঘটনাস্থান পরিদর্শনে মাথাভাঙ্গার SDPO ও পুলিশ
বুধবার শীতলকুচির হাসপাতাল পাড়া রাজ্য সড়কের দুর্ঘটনা স্থান পরিদর্শনে এলেন মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল শীতলকুচি হাসপাতাল পাড়া রাজ্য সড়কে এক তরতাজা যুবকের পথ দুর্ঘটনায় প্রাণ যায়। সেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে এলেন মাথাভাঙ্গা এসডিপিও সমেরেন হালদার এবং শীতলকুচি থানার পুলিশকর্মীরা। তারা দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন ও রাজ্য সড়কে কয়েক জায়গায় বেরিকেট দেওয়ার ব্যবস্থা করেন।