আউশগ্রামের ভেদিয়ায় গতকাল জলাশয় থেকে উদ্ধার হয় একব্যক্তির দেহ। তারপর বর্ধমানে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ দেহ বাড়িতে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জয়দেব কোঁড়া(৪৫)। তার বাড়ি ভেদিয়ার কোঁড়াপাড়ায়। গতকাল বাড়ির অদূরে একটি জলাশয়ে জয়দেব কোঁড়ার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে পুলিশ। তারা খতিয়ে দেখছে ওইব্যক্তির মৃত্যুর কারণ।