বর্ধমান ১: রায়না থানার খালের পুল বাজারে চায়ের দোকানে খরিদ্দারের সঙ্গে বচসার জেরে বাঁশের আঘাতে মৃত্যু হল দোকানির
রায়না থানার খালের পুল বাজারে চায়ের দোকানে খরিদ্দারের সঙ্গে বচসার জেরে বাঁশের আঘাতে মৃত্যু হল দোকানির। মৃতের নাম ফরিদালি সেখ(৫০) রায়না থানার মাছখান্ডা গ্রামে তার বাড়ি। জানাগেছে গতকাল মঙ্গলবার সকালে বেলসরের যুবক রাজা মোল্লা চা খেতে দোকানে আসে সেখানেই দোকানি ফরিদালি সেখ এর সঙ্গে বচসায় জড়িয়ে যায় এবং চায়ের দোকানের পাশে পড়ে থাকা বাঁশ নিয়ে ফরিদালি সেখের মাথায় আঘাত করে। ঘটনায় গুরুতর জখম হন তিনি এবং বর্ধমানের এক বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়