রাজগঞ্জ: লিসরিভার চাবাগানের কাছে জমিতে ধান পাহাড়া দিতে গিয়ে বুনো হাতির হামলায় আহত হল দুইজন, এলাকায় আতঙ্ক
লিসরিভার চাবাগানের কাছে জমিতে ধান পাহাড়া দিতে গিয়ে বুনো হাতির হামলায় আহত হল দুইজন। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে সোনালী চাবাগানের দুই বাসিন্দা রঞ্জিত ওরাও ও সিলিভেস্টার ওরাও নামে লিসরিভার চাবাগানে কাছে জমিতে ধান পাহাড়া দিচ্ছিল। সেই সময় পার্শ্ববর্তী জঙ্গল থেকে আচমকাই বুনো হাতির হামলায় আহত হয় তারা।স্থানীয়রা দেখতে পেয়ে দুইজনকেই মালসুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরে মালস্কোয়াডের বনকর্মিরা এসে হাতির দলটিকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠায়।