কাকদ্বীপ: মাইতি চক উদয়ন সংঘের শ্রী শ্রী শ্যামা পুজো (১৮) থিম কেদারনাথ মন্দির
কাকদ্বীপ মাইতির চক উদয়ন সংঘের শ্রী শ্রী শ্যামা পূজো মন্ডপ সম্পূর্ণ খালের উপর তৈরি। তাদের এ বছর পুজো মন্ডপ তৈরি হয়েছে কেদারনাথের মন্দিরের আদলে এই পূজা মন্ডপ কুমির মারি খালের উপর তৈরি যা দেখার জন্য ভিড় জমায় বহু দর্শনার্থীরা।