হিলি: হিলিতে ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল স্থানীয়রা, হাসপাতালে ভর্তির পর হল মৃত্যু
নবমীর রাতে হিলিতে ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ হয় এক ব্যক্তি। দশমীর দিন হিলিতে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ওই নিখোঁজ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের নাম সুকেশ মাহাতো(৪৬)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গয়েশপুরে। পেশায় কৃষক। শনিবার দুপুর বালুরঘাট থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়।