করিমপুর ২: করিমপুর ২ নম্বর ব্লকে SIR সহযোগীতা ক্যাম্পে বিধায়ক বিমলেন্দু সিংহ রায়
করিমপুর ২ নম্বর ব্লকে SIR সহযোগীতা ক্যাম্পে বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, করিমপুর ২ নম্বর ব্লকে শুক্রবার SIR এর সহায়তা কেন্দ্রের আয়োজন করা হয়, যেখানে SIR এর ফর্ম ফিলাপ জনিত বিভিন্ন কাজকর্ম সম্পাদন করা হয় তৃণমূলের পক্ষ থেকে, আর শুক্রবার বিকেল ৪ টে নাগাদ ওই ক্যাম্প পরিদর্শনে যান করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় আর শুক্রবার এমনই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়।