কাঁকসা: পানাগড় বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা পিকআপ ভ্যানের,আহত ১
সড়ক দুর্ঘটনায় অল্পবিস্তর আহত হলো এক পিকআপ ভ্যানের চালক।ঘটনাটি ঘটে আজ রাত ৮টা নাগাদ পানাগড় বাইপাশে দু নম্বর জাতীয় সড়কের উপর আসানসোল গামী রাস্তায় রেল ব্রিজের কাছে।স্থানীয় সূত্রে জানা গেছে একটি পিকআপ ভ্যান বর্ধমান থেকে দ্রুত গতিতে পানাগড় রেল ব্রিজ পার করে আসানসোল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে।দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।