মানিকচক: বন্যা প্লাবিত ভূতনীর মানুষের কাছে পৌঁচাচ্ছে না ত্রাণ, চরম দুর্যোগে পানীয় জলের সমস্যায় হাহাকার পরিস্থিতি
বাঁধ ভেঙে বন্যায় ভাসছে ভূতনি।করুণ পরিস্থিতির মধ্যে মালদহের ভূতনি থানা এলাকা।শারদ উৎসবকে কেন্দ্র করে যখন শহর সাজছে তখন মালদহের ভূতনি বন্যায় ভাসছে। মিলছে না ত্রাণ, মুখে পড়ছে না তিন বেলা খাবার। সরকারি পরিষেবা নেই বলে অভিযোগ দূর্গতদের।চলতি বছরে একের পর এক বাঁধ ভেঙে সর্বত্রই ভেসে রয়েছে। বর্তমানে রাস্তাঘাট থেকে বাড়ি সবকিছুই জলের তলায়। যাদের ছাদের বাড়ি সেই পরিবারগুলি ছাদে, তো আবার কাঁচা বাড়ির তারা মাচা করে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।মানুষ সমস্যায়।