জাঙ্গিপাড়া: জাঙ্গিপাড়ায় বিজেপি নেতা কবির শঙ্কর বসুর মধ্যাহ্নভোজ — কর্মী সৌরভ মালিকের বাড়িতে খোঁজখবর নিলেন পরিবারের সুস্থতার
জাঙ্গিপাড়ায় বিজেপি নেতা কবির শঙ্কর বসুর মধ্যাহ্নভোজ — কর্মী সৌরভ মালিকের বাড়িতে খোঁজখবর নিলেন পরিবারের সুস্থতার বৃহস্পতিবার দুপুর দু’টো নাগাদ জাঙ্গিপাড়া বিধানসভার দিলাখাস অঞ্চলে বিজেপি নেতা কবির শঙ্কর বসু পৌঁছন। দলীয় কর্মী সৌরভ মালিকের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাঁদের সুস্থতার খোঁজখবর নেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই সাক্ষাৎ।