গত ২ ,১০ ,২০২৫ তারিখে টামনা থানার অন্তর্গত নতুন হাইওয়ে সোনাইজুড়ি আন্ডার পাশের কাছে তোতন সরদার নামে এক ব্যক্তির মোটরসাইকেল, ব্যাগ, মোবাইল ছিনতাই এর ঘটনায় এক যুবতিকে গ্রেপ্তার করল টামনা থানার পুলিশ। ধৃত যুবতিকে এদিন দুপুর দুটো নাগাদ কোর্টে পেশ করা হয়। যানা যায় মহিলার নাম তিথি বিশ্বাস বাড়ি নর্থ ২৪ পরগনার বানেশ্বরপুর এলাকায়।