তুফানগঞ্জ ২: বাংলা পক্ষের তরফে জেলার সেরা শিক্ষকের সম্মান পেল মহিষকুচি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক মিলন মাস্টার
শুক্রবার বিকেলে বাংলা পক্ষে তরফে মহিষকুচি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে এসে শিক্ষক মৃত্যুঞ্জয় লাহিড়ী ওরফে মিলন মাস্টারের হাতে বিশেষ ট্রফি তুলে দেন। জানা গেছে দীর্ঘ প্রায় ২৫ থেকে ২৬ বছর ধরে বিনা পয়সায় মিলন মাস্টার স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ান। এই যুগে এই ঘটনা একেবারে বিরল। তাই এই পুরস্কার বা সম্মান তারই প্রাপ্য।