শীতলকুচি: পূর্ব ভোগডাবরি জুনিয়র হাই স্কুলের মাঠে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক শিবির আয়োজিত হল, উপস্থিত এস ডি পি ও
সোমবার শীতলকুচি ব্লকের ভাঐরথানা অঞ্চলের অন্তর্গত পূর্ব ভোগ ডাবরি জুনিয়ার হাই স্কুলের মাঠে শীতলকুচি থানার উদ্যোগে সচেতনতামূলক শিবির আয়োজিত হয়। এই সচেতাতামূলক শিবিরে বাল্যবিবাহ ,অবৈধ গাধা চাষ, ড্রাগ সেবন ইত্যাদির ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ ও বিদ্যালযের ছাত্র-ছাত্রীদের সচেতনতা করা হয়। এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার এসডিপিও ও শীতলকুচি থানার ওসি।