কালিগঞ্জের পলাশী মীরা বাজার পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। আহত যুবকের নাম তমেজ শেখ বাড়ি পলাশী দুই নম্বর অঞ্চলের নতুন পাড়ায়। স্থানীয় সূত্রের খবর, পলাশী মিরাবাজার সাকোর ধারে 12 নম্বর জাতীয় সড়ক পার করার সময় রং রুটে আসা একটি টোটো ধাক্কা মারলে গুরুতর আহত হয় ওই যুবক। এরপর মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদের বহরমপুরে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে পরে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।