হঠাৎ টোটো উল্টে দুর্ঘটনা আহত চালকসহ যাত্রীও। রামপুরহাট ২ নম্বর ব্লকের অনন্তপুর মেইন রাস্তায় আজ রবিবার হঠাৎ একটি টোটো উল্টে গিয়ে গুরুতর দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অনন্তপুর এলাকার বাসিন্দা টোটো চালক জহিরুল ইসলাম (পিতা: রবিউল ইসলাম) গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। এই দুর্ঘটনায় টোটো চালক জহিরুল ইসলাম গুরুতরভাবে আহত হন। টোটোতে থাকা যাত্রী নুরেখোদা (বয়স ৫৮), পিতা মরজেম হোসেন, গ্রাম হাঁটপাড়া—তিনিও আহত হন। আহতদের মধ্যে একজনের ডান হা