চাকদা: জোর করে ফাইন করাই ১২ নং জাতীয় সড়ক অবরোধ বেশ কিছুক্ষণ।
Chakdah, Nadia | Nov 15, 2025 জোর করে ফাইন করার প্রতিবাদে দীর্ঘক্ষন পথ অবরোধ করলো বাসিন্দারা। অভিযোগ আজ সন্ধ্যায় মোটরবাইক আরোহী এক ব্যক্তি ১২ নম্বর জাতীয় সড়ক থেকে শিমুরালি অভিমুখে আসবার সময় এক পুলিশকর্মী তাকে জোর করে ফাইন করে বলে অভিযোগ তারই প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়কের শিমুরালি চৌমাথা মোড়ে অবরোধ করে ঘটনার ফলে চাকদা থানার পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়। প্রায় আধঘন্টা চলে অবরোধ এর ফলে দাঁড়িয়ে যায় বিভিন্ন যানবাহন