ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম রাজ কলেজে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সাঁওতালি ভাষা দিবস উদযাপন, উপস্থিত রাজ্যের মন্ত্রী,DM ও SDPO
ভাষার সাংবিধানিক স্বীকৃতি ও সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণ করে সোমবার ঝাড়গ্রাম রাজ কলেজে পালিত হলো সাঁওতালি ভাষা দিবস। সাঁওতালি ভাষা সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হওয়ার ২৩ বছর পূর্তির পাশাপাশি চলতি বছর অলচিকি লিপির শতবর্ষ পূর্তি হওয়ায় এই উদযাপনের তাৎপর্য ছিল বিশেষ। জেলা সদর শহরের রাজ কলেজ চত্বরে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।