তপন: তপনে দুর্গাপূজা কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক প্রদান সম্পন্ন
তপন ব্লকের সমস্ত দুর্গাপূজা কমিটিকে সরকারি আর্থিক অনুদানের চেক প্রদান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত দশটা নাগাদ তপন থানার পুলিশ সূত্রে এ খবর জানা যায়। তপন থানার আইসি জানান, ব্লকের প্রতিটি পুজো কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্ধারিত অনুদানের চেক পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন কমিটির আর্থিক চাহিদা মেটাতে সুবিধা হবে বলে মনে করছেন আয়োজকরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে উৎসব পালনে সবরকম সহযোগিতা করা হবে। এলা