কাঁকসা: বন্ধ ঘরে বসে গলসীর বিধায়কের টাকা ভাগের ভিডিও ভাইরাল,পানাগড়ে তৃণমূল কে কটাক্ষ বর্ধমান সদরের BJP-র জেলা সহ-সভাপতির
একটি বন্ধ ঘরে বসে চলছে টাকার ভাগাভাগি। এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও তে দেখা গেছে গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, গলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চ্যাটার্জী এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মন্ডল। তারা টাকার ভাগাভাগি করছেন। এবং অনুপ চ্যাটার্জী খাতায় হিসাব লিখছেন। বিজেপির পক্ষ থেকে সেই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি অভিযোগ তোলে তোলাবাজির টাকা নিজের মধ্যে ভাগাভাগি করা হচ্ছে।