ময়নাগুড়ি: রামসাই বুড়াকর্তা পাড়া এলাকায় রাতের অন্ধকারে প্রায় তিন বিঘা ধানক্ষেত খেয়ে সাবার করলো হাতির দল
রামসাই জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে রাতের অন্ধকারে প্রায় তিন বিঘা ধানক্ষেত খেয়ে সাবার করলো হাতির দল। সকালে নজরে পড়ে কৃষকদের। ময়নাগুড়ি ব্লকের রামশাই এর বুড়া কর্তা পাড়া এলাকায় অনিল রায়, অধীর রায় নামে দুই কৃষকের প্রায় তিন বিঘা ধান ক্ষেত সোমবার গভীর রাতে নষ্ট করে হাতির দল। মঙ্গলবার সকাল দশটা নাগাদ তারা অভিযোগ করে জানান রাতে ঠিকমত টহল দেন না বন কর্মীরা। যার কারণে এই ক্ষতি। অনিল রায় জানান, আমরা গরীব মানুষ, আমাদের ধান খেয়ে নিলে আমরা খাবো কি