চাপড়া: নদীয়ার চাপড়ার বেতবেড়িয়া আমরা ক জনের উদ্যোগে এক অভিনব নৌকা বাইচ প্রতিযোগীতায় তৃণমূল নেতৃত্ব
Chapra, Nadia | Oct 25, 2025 নদীয়ার চাপড়ার বেতবেড়িয়া আমরা ক জনের উদ্যোগে এক অভিনব নৌকা বাইচ প্রতিযোগীতায় তৃণমূল নেতৃত্ব, আজ নদীয়ার চাপড়া থানার অন্তর্গত বেতবেড়িয়ায় আমরা ক জন আয়োজিত এক অভিনব নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়, জানা যায় জেলা তথা অন্য জেলা থেকেও এই নৌকা বাইচ প্রতিযোগীতায় অনেক দল অংশগ্রহণ করে, আর আজকের এই প্রতিযোগীতায় উপস্থিত হন আঞ্চলিক তৃণমূল নেতৃত্ব সহ কর্মীরা আর আজ বিকেল ৪ টে নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।