সীতাই: EMI এ নেওয়া কেশরীবাড়ির যুবকের চুরি গেল মোটর বাইক!
EMI এ নেওয়া কেশরীবাড়ির যুবকের চুরি গেল মোটর বাইক! উল্লেখ্য দেড় মাস আগে শখ করে একটি নতুন মোটরবাইক কিনেছিলেন কেশরীবাড়ি গ্রামের যুবক নারায়ণ বর্মন। কিন্তু সেই আনন্দ বেশিদিন টিকল না। বুধবার ভোর রাতে বাড়ির ভিতর থেকেই উধাও হয়ে যায় তার মোটরবাইকটি। যুবকের চুরি হয় তার প্রিয় মোটরসাইকেল টি। দূর্গা পূজার আগে ৪০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে EMI এ মোটরসাইকেল টি ক্রয় করেন নারায়ণ বর্মন। বুধবার দুপুর দুটো নাগাদ নারায়ণ অভিযোগ করে বলেন বুধবার ভোর রাতে তার বাড়ির