মেদিনীপুর: মেদিনীপুরে বাসের সময়সীমা নিয়ে দুই বাস কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল, প্রচুর মানুষের ভিড় জাতীয় সড়কের উপর
মেদিনীপুর শহর সংলগ্ন কেরানীচটি এলাকায় সড়কের ওপর দুটি বাসকে দাঁড় করিয়ে দুই বাসের কর্তৃপক্ষের মধ্যে গন্ডগোল, প্রথমে বচচা ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই বাস কর্তৃপক্ষ, এদিন দুপুরের ঘটনা। আজ বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ জানা গিয়েছে, বাসের আসা যাওয়ার সময়সীমা নিয়ে গন্ডগোল। গন্ডগোলের জেরে ব্যাপক উত্তেজনায় এলাকায়। প্রচুর মানুষের ভিড় জমে শহর সংলগ্ন কেরানিচটি এলাকায়, গন্ডগোলের জেরে ক্ষণিক সময়ের জন্য সৃষ্টি হয় যানজটের।