বারাসাত ১: পিচবোর্ড দিয়ে দক্ষিণেশ্বরের ভবতারিণী মা! দত্তপুকুরের ক্ষুদে শিল্পী সন্দীপনের তাক লাগানো সৃষ্টি
পিচবোর্ড দিয়ে দক্ষিণেশ্বরের ভবতারিণী মা! দত্তপুকুরের ক্ষুদে শিল্পী সন্দীপনের তাক লাগানো সৃষ্টি অবিশ্বাস্য হলেও সত্যি। কেবলমাত্র পিচবোর্ডকে মাধ্যম করে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের 'ভবতারিণী মা'-এর অপরূপ প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে দত্তপুকুরের ক্ষুদে শিল্পী সন্দীপন হালদার। উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর চালতা বেরিয়ে রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা সন্দীপন কালীপুজো উপলক্ষে প্রতি বছরই নিজের হাতে পিচবোর্ড দিয়ে কখনো ছোট, কখনো বড় কালী মায়ের মূর্তি তৈরি