হীরবাঁধ: হিড়বাঁধে আদিবাসী সংগঠনের বিক্ষোভ মিছিল, দোষীদের কঠোর শাস্তির দাবী
হিড়বাঁধে আদিবাসী সংগঠনের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল ও থানায় ডেপুটেশন কর্মসূচি হলো। রামপুরহাটে সপ্তম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ ও খুনসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী ছাত্রী-মহিলাদের উপর যৌন হেনস্থার প্রতিবাদে এই বিক্ষোভ হয়। হিড়বাঁধ হাইস্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়ে চৌমাথায় পথ অবরোধ করে। আন্দোলনকারীরা প্রশাসনের বিরুদ্ধে দোষীদের আড়াল করার অভিযোগ তোলেন এবং কঠোর শাস্তির দাবি জানান। দাবিগুলি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা