শান্তিপুর: বিহারে গতকাল NDA জোটের বিপুল জয়ের পর আজ শান্তিপুরে বিজেপির বিজয় মিছিল, বিধানসভার কনভেনরের প্রতিক্রিয়া
Santipur, Nadia | Nov 15, 2025 বিহারে গতকাল NDA জোটের বিপুল জয়ের পর আজ শান্তিপুরে বিজেপির বিজয় মিছিল, গতকাল বিহারে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হয় আর এই ফলাফলে NDA জোটের বিপুল পরিমাণ জয় হয় আর সেই কারণে আজ নদীয়ার শান্তিপুরে বিজয় মিছিল বের করে বিজেপি সেখানে দলীয় কর্মীদের সাথে উপস্থিত হন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার আর বিহারে NDA জোটের জয় নিয়ে শান্তিপুর বিধানসভার বিজেপি কনভেনর সুব্রত কর আমাদের ক্যামেরার সামনে আজ বিকেল ৫ টা নাগাদ কি জানালেন শোনাবো আপনাদের।