আতড়া সহজ পাঠের উদ্যোগে শনিবার দুপুর বারোটা নাগাদ অনুষ্ঠিত হলো অষ্টম বর্ষীয় নাট্য উৎসবের বর্ণাঢ্য সূচনা। নাট্যপ্রেমী দর্শক ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমল শোভন চন্দ্র। উদ্বোধনী মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তমল শোভন চন্দ্র বলেন, সমাজ গঠনে নাটক ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম।