বালুরঘাট: তিন মাসের বেতন পাননি, পুজোর মধ্যেই বালুরঘাটে চাকরি গেল জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের অস্থায়ী কর্মীদের
পাননি তিন মাসের বেতন। তার উপর পুজোর মধ্যে কাজ হারালেন ৩০ জন চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী। বৃহস্পতিবার বিকেলেই কর্মীদের ডেকে কাজে আসতে না করে দেওয়া হয়েছে। পুজোর আগে কাজ হারিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের ৩০ জন অস্থায়ী কর্মী। যার মধ্যে ৮ জনের বয়স ৬০ বছর হয়ে যাওয়ায় আগেই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাকি ২২ জনকে গতকাল কাজে আসতে না করেছেন আধিকারিকরা।