বহরমপুর: মুক্তিনগরে সজনে গাছের ডাল ভেঙে উপর থেকে পড়ে জমা এক কিশোর, চিকিৎসার জন্য আনা হয় বহরমপুরMMC হাসপাতালে
সজনে গাছের ডাল ভেঙে উপর থেকে পড়ে জখম এক কিশোর, মুক্তিনগরের আজকের এই ঘটনার পর স্থানীয় এক চিকিৎসককে দেখানোর পর তাকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য।