হাঁসখালী কালীপাড়া জগদ্ধাত্রী বারোয়ারী কমিটির উদ্যোগে আদিবাসী নৃত্য সহযোগে আজ প্রতিমা বিসর্জন, আদিবাসী নৃত্য সহযোগে হাঁসখালী কালীপাড়া জগদ্ধাত্রী বারোয়ারী কমিটির উদ্যোগে আজ চূর্ণী নদীতে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন দেওয়া হলো, আজ আর কিছুক্ষনের মধ্যে পূর্ণিমা লাগছে আর তার আগেই প্রতিমা বিসর্জন দিতে হবে আর সেই কথা মাথায় রেখে অগণিত ভক্তদের সাথে নিয়ে আদিবাসী নৃত্য সহযোগী চূর্ণী নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হলো আর আজ রাত ৮ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের