আড়শা: বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হল আড়শায়
Arsha, Purulia | Dec 3, 2025 বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হল আড়শায়।সমগ্র শিক্ষা মিশনের সহযোগিতায়, আড়শা ২নং চক্রের ব্যবস্থাপনায় বুধবার অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস।এদিনের অনুষ্ঠানে ছবি আঁকা ,কবিতা, আবৃত্তি , নৃত্য পরিবেশন করেন সকলের নজর কাড়ে বিশেষ ভাবে সক্ষম ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়শা ২নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পোড়িয়া।