রাইপুর: রাইপুর ব্লকে কংসাবতীর সেচ খালের পাড় ভেঙে অকাল বন্যা, ক্ষতির মুখে চাষি স্থানীয় বাসিন্দারা
Raipur, Bankura | Sep 19, 2025 কংসাবতীর সেচ খালের পাড় ভেঙে বাঁকুড়ার রাইপুরে হাহাকার! ভোররাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তের মধ্যে গ্রাম সহ বিস্তীর্ণ আমন ধানের জমি গিলে ফেলল জলোচ্ছ্বাস। এক হাঁটু, কোথাও আবার কোমর সমান জল ঢুকে পড়ল গ্রামে, ভেসে গেল রাস্তা, ডুবে গেল শত শত বিঘে আমন চাষের জমি। ক্ষতির আশঙ্কায় ভেঙে পড়েছেন ধান চাষিরা। শ্যামসুন্দরপুর পঞ্চায়েতের কালাশোল সংলগ্ন এলাকায় শুক্রবার ভোরে আচমকাই ধসে পড়ে রাইট ব্যাঙ্ক মেইন ক্যানালের পাড়। আর তাতেই বিপদ নেমে আসে গ্রামে।