গাজোল: এক গৃহস্থের বাড়িতে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক ছাগল চোর গাজোলের ভৈষপুকুর গ্রাম এলাকায়
Gazole, Maldah | Nov 9, 2025 এক গৃহস্থের বাড়িতে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক ছাগল চোর। বাকি ২ চোর পালাতক। এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে গাজোলের ভৈষপুকুর গ্রাম এলাকায়। ছাগলের মালিক ওয়াশিং রহমান সূত্রে রবিবার বিকেল পাঁচটা নাগাদ জানা গিয়েছে ধৃত ওই ছাগল চোরের নাম গৌতম বর্মন,বয়স ২৬ বছর,বাড়ি গাজোল ব্লকের বেদ পুকুর গ্রাম এলাকায়। ওই ছাগল চোরেরা গভীর রাত্রিতে ছাগলের ঘরের মধ্যে ঢুকে ছাগলটিকে বের করে মোটরবাইকে তুলে নিয়ে ভেগেযায়ার স