বালুরঘাট: পাওনা ২০০ টাকা নিয়ে বালুরঘাটে দুই বন্ধু থেকে দুই পরিবারের মধ্যে বচসা, উভয় পক্ষের একজন করে আহত হয়েছেন
পাওনা টাকা চাওয়া নিয়ে দুই নাবালক বন্ধুর মধ্যে বচসা। সেই বচসা শেষ পর্যন্ত দুই পরিবারের মধ্যে গড়াল। ঘটনায় দুই পরিবারের দুজন বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই পরিবারের তরফে রবিবার সকালে মারধোর ও শ্লীলতাহানি অভিযোগ দায়ের করা হয়েছে বালুরঘাট থানায়। এদিকে লিখিত অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, গতকাল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের চকভৃগুর ১৫ নম্বর ওয়ার্ডে।