জামালপুর: কালারাঘাট এলাকায় মোটর ভ্যান উল্টে জখম হলো চালক
দ্রুত গতিতে একটি মোটর ভ্যান যাওয়ার সময় কালারাঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই ঘটনায় জখম হয় চালক। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসলে দ্রুত বর্ধমান রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই জখম চালকের নাম জয় মান্ডি মালদা এলাকার বাসিন্দা কালারাঘাট এলাকায় দীর্ঘদিন ধরে একটি দোকানে কাজ করতে বলে জানা গেছে।