নলহাটি ১: টিবি আক্রান্ত রোগীদের পৌষ্টিক খাবার বিতরণ করলেন নলহাটি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি
আজ সোমবার ১৬ই জুন বেলা একটা নাগাদ নলহাটি ১ নম্বর ব্লকের হরিদাসপুরে গ্রামীণ স্বাস্থ্য দপ্তরের পাশে ৩৩ জন টিবি রোগে আক্রান্ত ব্যক্তিদের পৌষ্টিক খাবার বিতরণ করলেন নলহাটি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামানের উদ্যোগে। তিনি জানান হরিদাসপুর পঞ্চায়েত এলাকার টিবি রোগে আক্রান্ত রোগীদের দু মাসের জন্য পৌষ্টিক খাবার এবং একটি করে গাছ বিতরণ করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল নলহাটি ১নম্বর ব্লকের BDO, নলহাটি স্বাস্থ্য দপ্তরের বি এম ও এইচ, হরি