হবিবপুর: আমাবস্যা উপলক্ষে বুলবুলচন্ডীর বিভিন্ন কালীমাতা পূজিত হলেন ধুমধামে
আমাবস্যা উপলক্ষে রবিবার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীর বিভিন্ন কালীমাতা পূজিত হলেন ধুমধামে। দেখা যায় এদিন রাত্রি আনুমানিক ৮টা নাগাদ বুলবুলচন্ডির বুড়ি কালি মাতা, রাহুকেতু কালী, বুলবুলচন্ডি বাজার সার্বজনীন কালীর মন্দিরে ঢাক ঢোল বাজিয়ে পুরোহিত দ্বারা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজা করা হয় এবং বহু ভক্তরা পূজা দেন এরপর পূজার শেষে ভক্তদের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়