ফালাকাটা: ফালাকাটার ৯ মাইলে সোমবার রাতে চুরি হওয়া মোটরবাইক উদ্ধার হল না মঙ্গলবার বিকেল পর্যন্ত
ফালাকাটার ৯ মাইল বাজারে সোমবার রাতে একটি মোটরবাইক চুরি হয়।জানা গিয়েছে এলাকার ব্যবসায়ী গোবিন্দ মন্ডল একটি দোকানের সামনে মোটরবাইকটি রেখে এলাকার পূজা মন্ডপগুলিতে প্রতিমা দর্শন করছিলেন। রাত দশটা নাগাদ তিনি দেখতে পান তাঁর মোটরবাইকটি নেই। এলাকায় খোঁজাখুঁজি করে মোটরবাইকটি পাননি তিনি । এরপর একটি দোকানের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় মোটরবাইক দুষ্কৃতি চুরি করে নিয়ে যাচ্ছে। এরপর ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। মঙ্গলবার বিকেলে ফালাকাটা থানার আইসি ও অভি