হিলি: আগামী ১২ তারিখ সাংসদ শোভাযাত্রা প্রতিযোগিতা ও শারদ সম্মান প্রদান করা হবে বালুরঘাটে, পুরস্কার পাবে হিলির তিনটি ক্লাব
এই প্রথমবার পুজো উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে বালুঘাটের সাংসদ ভারত সম্মান ও শোভাযাত্রা প্রতিযোগিতার আয়োজন করেছিল। আগামী ১২ ই অক্টোবর জয়ী পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে। অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে হিলির তিনটি ক্লাব শারদ সম্মান পায়। যদিও হিলির একটি ক্লাব সেই সম্মান নিতে অস্বীকার করেছে। বাকি দুটো ক্লাবকে ওই দিনই পুরস্কৃত করা হবে বলে বুধবার জানানো হয়েছে।