মগরাহাট ২: মগরাহাট মাহিতালাবে মার্ডার কেসে,চার ৪ জনের। যাবজ্জীবন কারাবাস সাজা ঘোষণা করলো ডায়মন্ড হারবার আদালত।
৪ মে ২০২২-এ মাহিতালাবের রৌসনেরা বিবি মগরাহাট থানায় অভিযোগ জানান যে আগের রাত ৮টার সময়ে অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার পথে তাঁর দুই ছেলে—কালু সেখ ও মিন্টু সেখ—দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের হামলায় আক্রান্ত হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কালু সেখকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত চারজনকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করলো আদালত।