দাসপুর ১: ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুরের লাওদা ভীমতলায় ভয়াবহ পথ দুর্ঘটনা,আহত ১
ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার লাওদা ভীমতলা ধর্মকাঁটার সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। মুখোমুখি ধাক্কা প্রাইভেট কারের সাথে স্কুটির। সংঘর্ষে স্কুটির চালক প্রাইভেট কারের কাঁচে গিয়ে ছিটকে পড়ে,স্কুটি ঢোকে গাড়ির চলায়। স্কুটির চালকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। জানা গেছে রবিবার সকাল প্রায় ১০টা নাগাদ এই দুর্ঘটনা। প্রাইভেটকের সবাই অক্ষত।