বর্ধমান-কাটোয়া রোড ধরে ডাম্পারটি আসছিল। দেওয়ানদিঘি থানা এলাকার একটি ওয়েব্রিজের কাছে ডাম্পারটিকে আটকানো হয়। বালির কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেফতার করা হয়। ধৃত ডাম্পার চালকের নাম হারাধন মল্লিক। খণ্ডঘোষ থানার কমলপুরে তার বাড়ি। অন্যদিকে, বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে দেওয়ানদিঘি থানা। বালিপাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টরটির চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃত চালকের নাম সাহিদ মল্লিক। গলসি থানার ভুড়ি গ্রামে তার বাড়ি।