জগৎবল্লভপুর: পাউরুটি কেনা কে কেন্দ্র করে হাওড়ার জগৎবল্লভপুর থানা অন্তর্গত পোলগুস্তিয়া এলাকায় ব্যাপক বোমাবাজি
হাওড়ার জগৎবল্লভপুর থানা অন্তর্গত পোলগুস্তিয়া এলাকায় পাউরুটি কেনা কে কেন্দ্র করে বোমাবাজি ঘটনাটি ঘটে রবিবার আনুমানিক রাত আটটা নাগাদ স্থানীয় বাসিন্দা শুনতে যেতে জানা যাচ্ছে এলাকার তিন দুষ্কৃতী পাউরুটি কিনতে এলে দোকানদারের সঙ্গে বচসা হয় এবং তারপর বাইরে থেকে লোক এনে এলাকায় ব্যাপক বোমাবাজি করে বলে জানা যাচ্ছে। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ।