কুমারগ্রাম: চেংমারির ঘোড়ামারা এলাকায় পথ-দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দেহ ময়নাতদন্তে পাঠাল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ
চেংমারি গ্রাম পঞ্চায়েতের ঘোড়ামারা এলাকায় কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়কে পথ-দুর্ঘটনায় মৃত যুবকের দেহ সোমবার ময়নাতদন্তে পাঠাল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। মৃতের নাম পলাশ দাস। রবিবার একটি বাইকে তিনজন বারবিশার দিকে আসছিল। ঘোড়ামারায় রাস্তার পাশে থাকা রেলিংয়ে ধাক্কা মারে বাইকটি। বাইকের মাঝে বসে থাকা পলাশের মৃত্যু হয়। বাকি দু'জন চিকিৎসাধীন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।