বিনপুর ২: শিলদাতে সিপিআইএমের সহায়তা কর্মসূচি
সিপিআইএমের সহায়তা কর্মসূচি।বিনপুর 2 ব্লকের শিলদাতে সিপিআইএম শিলদা এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে এলাকার মানুষ জনদের SIR এর ফ্রম ফিল আপ করে দেওয়া হচ্ছে। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই কর্মসূচি। জানা গেছে প্রতিদিন এলাকার মানুষ জনদের সহায়তা প্রদান করতে এই কর্মসূচি চালু থাকবে । উপস্থিত ছিলেন সিপিআইএম শিলদা এরিয়া কমিটির সম্পাদক অধীর পাল সহ এরিয়া কমিটির অন্যান্য সদস্যরা।