রাইপুর: ২৬শে নির্বাচনে মানুষই জবাব দেবে; তৃণমূলের ‘বোকা’ মন্তব্যে বিজেপির জেলা সম্পাদকের প্রতিক্রিয়া
Raipur, Bankura | Oct 18, 2025 আজ সারেঙ্গা ব্লকের তৃণমূল বিজয়া সম্মেলনে বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি তারাশঙ্কর রায় বলেছেন, বিজেপিকে ভোট দেওয়া মানুষ 'বোকা'। তার মন্তব্যের পাল্টা জবাব দেন বিজেপির জেলা সম্পাদক সুধাংশু হাঁসদা। তিনি বলেন, সাধারণ মানুষ বোকার নয়, তারা ভোটে ভালো-মন্দ বিচার করে। তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি জনসাধারণকে ছোট করার, BJP কখনও এমন মন্তব্য করে না। ২৬শে নির্বাচনে মানুষই জবাব দেবে।