খড়গপুর ১: খড়্গপুরের সাউথ সাইড এলাকার জলাশয়ে ছট পুজো উপলক্ষে দিলীপ ঘোষ, নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করলেন পুজোর দৃশ্য
খড়্গপুরের ছট পূজা উপলক্ষে বিভিন্ন জলাশয় গুলিতে আজ মঙ্গলবার ভোর থেকেই ছিল ব্যাপক ভিড়। খড়গপুর শহরের সাউথ সাইড এলাকার জলাশয়েও এদিন ভোর থেকেই ছিল ব্যাপক ভিড়।। এদিন ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ সেখানে সকলের মাঝে হাজির হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আগত পুর্নার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। সকলের মাঝে দিলীপ ঘোষ কে পেয়ে অনেকেই সেলফি তুলতে শুরু করেন দিলীপ ঘোষের সাথে।। জলাশয়ের ঘাটে এত পুরনার্থীদের পুজো দেখে সেই ছবি ক্যামেরাবন্দি করতে শুরু করেন দিলীপ ঘোষও।