বাসন্তী: নস্কর পরিবারের জাঁকজমাক শ্যামা পুজো সকালে প্রসাদ বিতরণ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি নীলিমা মিস্ত্রি বিশাল।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা নস্কর পরিবারের জাঁকজমাক শ্যামা পুজো এই পূজার আরাধনা কবে শুরু হয়েছিল এখনো সকলের অজানা বিগত বছর ধরে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা আরাধনায় ব্রতী হয়েছে সপরিবারে সকল সদস্য। মূলত গৃহ প্রাঙ্গনে স্থাপিত মন্দিরেই জাঁকজমক পূজো শুভ সূচনা হয় সোমবার উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি শিক্ষক নিমাই মালি মহাশয় এবং চুনোখালি অঞ্চলের একাধিক জনপ্রতিনিধি সহ প্রধান ও উপদান এবং স্বর্গীয় বিধায়ক জয়ন্ত নস্করের পুত্র বাপ্পাদিত্য নস্কর।