বালি-জগাছা: হাওড়া জগাছা থানা এলাকায় গলায় প্লাকাড ঝুলিয়ে মৃত্যুবরণের আবেদন করলেন এক প্রাথমিক স্কুলের শিক্ষক
প্রতিদিন সময়মতো স্কুলে যাওয়া, ক্লাস করানো সত্বেও প্রায় তিন মাস ধরে প্রাথমিক স্কুলের পার্শ্ব শিক্ষকের বেতন আটকে রাখার অভিযোগ। জগাছার ঘটনা। বৃদ্ধ বাবা মা, শাশুড়ির চিকিৎসার খরচ যোগাতে না পেরে স্বেচ্ছামৃত্যুর হুমকি শিক্ষকের। এসআই অফিসের সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ধর্না।